আরাকান আর্মির তিন বাংলাদেশি অ্যাজেন্ট আটক


প্রকাশিত: ০৮:২৬ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির তিন বাংলাদেশি অ্যাজেন্টকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদফতর। বৃহস্পতিবার রাজধানীর পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

আটক তিনজন হলো- তৈয়ব, মো. ওবায়দুল ও শ্রী সঞ্জয় সাহা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার পরিদর্শক সুমনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্রী সঞ্জয় সাহাকে প্রথমে গাজীপুর থেকে আটক করা হয়। পরবর্তীতে তার তথ্যে ভিত্তিতে রাজধানীর মতিঝিল শাপলা চত্তর থেকে বাকি দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮০ হাজার পিস ইয়াবা টেবলেট জব্দ করা হয়।

আটক তিনজন বাংলাদেশে আরাকান আর্মির অ্যাজেন্ড বলে জানান তিনি। এছাড়া সম্প্রতি বান্দরবানে বন্দুক যুদ্ধেও তারা জড়িত ছিলো বলে ধারণা করেন তিনি।

এআর/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।