মুক্তিযুদ্ধের মতো দরিদ্রকেও জয় করা হবে : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১০:৪৩ এএম, ২১ নভেম্বর ২০১৪

মুক্তিযুদ্ধের মতো দরিদ্রকেও জয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনীর ‘শান্তিকালীন পদক’ ও ‘অসামান্য সেবা’ পদক সদস্যদের হাতে তুলে দেয়ার পর তিনি এ কথা বলেন।

এ সময় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও চৌকস করে গড়ে তোলা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সামরিক বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আলাদাভাবে গার্ড অব অনার প্রদাণ করেন। পরে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে বীরশ্রেষ্ঠ উত্তরাধিকারী এবং নির্বাচিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের হাতে সম্মাননা চেক ও উপহার তুলে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।