বাংলাদেশি কূটনীতিককে বহিষ্কার করেছে পাকিস্তান


প্রকাশিত: ০৬:০৩ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের এক নারী কূটনীতিককে বহিষ্কার করেছে ইসলামাবাদ। এক বিবৃতিতে ওই কূটনীতিককে বৃহস্পতিবারের মধ্যে পাকিস্তান ত্যাগ করতে নির্দেশ দেয়া হয়েছে। ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকদিন আগে পাকিস্তানের এক নারী কূটনীতিককে ঢাকা থেকে বহিষ্কারের পর ইসলামাবাদ প্রতিশোধ হিসেবে ওই কূটনীতিককে বহিষ্কার করলো। কেননা বাংলাদেশি ওই কূটনীতিককে বহিষ্কারের কোনো কারণ বিবৃতিতে উল্লেখ করেনি পাকিস্তান।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টেলিভিশনের খবরে বলা হয়েছে, পাক পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশি কূটনীতিক মৌসুমী রহমানকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

ডিসেম্বরে ঢাকা থেকে পাক কূটনীতিককে বহিষ্কারের পর দৃশ্যত প্রতিশোধ হিসেবে ইসলামাবাদ এ নির্দেশনা জারি করেছে। বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার সোহরাব হাসানকে মঙ্গলবার তলব করে ইসলাবাদ। পরে মৌসুমী রহমানকে বৃহস্পতিবারের মধ্যে ঢাকায় ফেরত পাঠাতে নির্দেশ দেয় পাক পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

পাকিস্তানের এ ধরনের প্রতিশোধ মূলক কাজের নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।