ধনওয়াড়ের জীবন থেকে বিতাড়িত হলো ক্রিকেট!
অসাধারণ, অবিশ্বাস্য ক্রিকেট-দুনিয়াকে কাঁপিয়ে দেওয়া পরের দিনই প্রণব ধনওয়াড়ের জীবন থেকে বিতাড়িত হলো ক্রিকেট! গতকাল বুধবার সকাল থেকে রাত, সারাদিন কেটেছে মিডিয়ার সামনে। মাঝে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার সংবর্ধনা, এরপর আবারো নেমে পড়তে হয়েছে বিশ্বব্যাপী মিডিয়ার কৌতূহল মেটাতে।
তবে এতো কিছুর মধ্যেই ধনওয়াড়ে পরিবার প্রণবের কোচ মোবিন শেখের সঙ্গে পরামর্শ করে ঠিক করে ফেলেছে। আর সে কারণেই আপাতত তাকে আর দেখা যাচ্ছে না ব্যাট হাতে।
কোচ মোবিন শেখের সঙ্গে পরামর্শ অনুযায়ী, আপাতত ক্রিকেট ব্যাট তোলা থাকছে। সামনেই ক্লাস টেনের বোর্ড পরীক্ষা। এখন শুধু পড়াশোনাই ফোকাস হোক ছেলের।
প্রণবের বাবা প্রশান্ত বলেন, ‘‘আমার ছেলেকে বরাবর বলে এসেছি, পা দুটো যেন মাটিতে থাকে। ক্রিকেটের সঙ্গে একসঙ্গে লেখাপড়াটা যেন চালিয়ে যায়।’’
এদিকে এমসিএ জানিয়েছে, আগামী পাঁচ বছর প্রতি মাসে দশ হাজার টাকা করে পাবে প্রণব। তার ক্রিকেট থেকে পড়াশোনা, সবের উপর নজর রাখবে এমসিএ। অটোচালক প্রশান্তের পরিবার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে, কিন্তু সঙ্গে তারা সতর্কও। বলা হচ্ছে, টাকাটা সব নয়। আসল হল, প্রণবকে ক্রিকেটার হিসেবে গড়ে তোলা। লেখাপড়াটাও পাশাপাশি চালিয়ে যাওয়া। তার পর টাকা উপার্জনের জন্য গোটা জীবন পড়ে থাকছে। এখনই বিশাল টাকার অঙ্কে পনেরোর কিশোরের মাথা ঘুরে যাক, চান না তার শুভানুধ্যায়ীরা।
কিন্তু ক্রিকেট থেকে এই নির্বাসন প্রণবের সহ্য হবে কী না, তা নিয়ে নিঃসন্দেহ নন প্রশান্ত বা মোবিন। কারণ? গত বছরই ক্লাস টেনে ওঠার পর ক্রিকেট ছেড়ে পড়ার বইয়ে মন দিতে বলা হয়েছিল তাকে। তিন মাস ‘বনবাস’ কাটিয়ে প্রণব ছুটে গিয়েছিল ক্রিকেট-মাঠে। কোচ-পরিবারকে প্রায় কেঁদে আবেদন করেছিল, অনেক হয়েছে। ক্রিকেট ছেড়ে আর থাকতে পারছি না!
আরএস/পিআর