মেঘনা এক্সপ্রেসে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৭ পিএম, ০৬ জানুয়ারি ২০১৬

চাঁদপুর-লাকসাম রেলপথের চিতোশী-শাহরাস্তির মধ্যবর্তী ১৫নং ব্রিজ সংলগ্ন উনকিলা নামক স্থানে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। চালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেছেন সহস্রাধিক যাত্রী।

এ ব্যাপারে চাঁদপর রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। রেল পুলিশ ধারণা করছে জামায়াতে ইসলামীর আজকের (বৃহস্পতিবার) হরতালকে ঘিরে এ ঘটনা ঘটতে পারে।

ট্রেনের চালক মো. সাহাবুদ্দীন ও সহকারী চালক মহিউদ্দিন জাগো নিউজকে জানান, চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি লাকসাম-চিতোশী থেকে ছেড়ে চাঁদপুর আসছিল। হঠাৎ রাত ৮টা ৫০ মিনিটে ট্রেনটি ১৫ নং ব্রিজ সংলগ্ন উনকিলা নামক স্থানে পৌঁছলে একদল দুর্বৃত্ত ট্রেনটি লক্ষ করে পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করে।

এসময় বিকট আওয়াজ হলে চালক ট্রেনের পেট্রলবোমা নিক্ষিপ্ত স্থানটি লক্ষ্য করে দেখতে পান ইঞ্জিনের টেবিলে আগুন জ্বলছে। তাৎক্ষণিক চালক ট্রেনটি না থামিয়ে ইঞ্জিনে থাকা পানি নিক্ষেপ করলে আগুন নিভে যায়। যার ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এতে করে ট্রেনে থাকা দক্ষিণাঞ্চলীয় যাত্রীসহ প্রায় সহস্রাধিক যাত্রী প্রাণে বেঁচে যান।

ট্রেনের বরিশালগামী যাত্রী মো. জিয়া, মো. সোহাগ জাগো নিউজকে জানান, হঠাৎ করে বিকট শব্দ হয়। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেনের ভিতরে ছুটা-ছুটি করতে থাকে। অনেকের ধারণা হচ্ছিলো ট্রেনটিতে হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেছে। ট্রেনটি পরবর্তী স্টেশন মেহের থামার পর জানতে পারে দুর্বৃত্তরা ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ করেছিল।

Train
ট্রেনটি রাত ১০টা ৩৫ মিনিটে চাঁদপুর স্টেশনে পৌঁছলে স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি পাঠান, রেলওয়ে নিরাপত্তা ইনচার্জ আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ ইঞ্জিন ও ট্রেন পরিদর্শন করেন। এ সময় চালক সাহাবুদ্দীনের সঙ্গে কথা বলেন এবং ইঞ্জিনটির যে স্থানে পেট্রলবোমা নিক্ষেপ করেছে সে স্থানটি প্রত্যক্ষ করে ঘটনা সম্পর্কে অবহিত হন।

এ ব্যাপারে রেলওয়ে জিআরপি থানার ওসি জাগো নিউজকে জানান, ট্রেনটি চাঁদপুর আসার পর ট্রেনের চালকের সঙ্গে কথা বলি এবং ঘটনা সম্পর্কে অবহিত হই। তবে ট্রেনের তেমন কোনো ক্ষতি হয়নি। ঘটনার পর পরই ঘটনাস্থলে ফোর্স নিয়ে ছুটে যাই এবং তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইকরাম চৌধুরী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।