ইজতেমায় বিনাভাড়ায় ১৯৫টি বাস দিচ্ছেন ডিপজল


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৬ জানুয়ারি ২০১৬

টঙ্গীর তুরাগ নদীর তীরে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার (৮ জানুয়ারি)। ইজতেমায় অংশ নিতে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

বিআরটিসি’র পাশাপাশি ইজতেমার যাত্রীদের আসা-যাওয়ার সুবিধার জন্য চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ১৯৫টি বাস বিনাভাড়ায় দিচ্ছেন। ডিপজলের নিজস্ব পরিবহন প্রতিষ্ঠান ডিপজল এন্টারপ্রাইজের পক্ষ থেকে এসব বাস দিচ্ছেন তিনি। ডিপজল তার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিপজল জানান, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমি আমার ১৯৫টি বাসের মাধ্যমে দেশের ৩৯টি জেলায় ফ্রি সার্ভিস দিতে পারছি। বৃহস্পতিবার বিভিন্ন জেলা শহর থেকে মুসল্লিদের আনা শুরু হবে এবং রোববার আখেরি মোনাজাতের পর আবার সবাইকে নিজ নিজ জেলায় পৌঁছে দেয়া হবে।

উল্লেখ্য, এ বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই পর্বে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।