ব্রাহ্মণবাড়িয়ায় জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৬ জানুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকে বিভিন্ন মামলার জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পার্শ্ববর্তী কুরুলিয়া খালের পাড়ে এসব মাদক ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ২ হাজার ৭শ` ৮৫ পিস ইয়াবা, ৯শ` ৫১ বোতল ফেনসিডিল, ২শ` ৭২ কেজি গাঁজা, ৭৬ বোতল বিয়ার, ৯শ` ৪৩ বোতল হুইস্কি, ১শ` ৯৭ বোতল এস্কফ, ৯৭ বোতল আরসিকফ, ৩শ` ৬৩ লিটার চোলাই মদ, ৪৩ লিটার ভোদকা, ৪৮ বোতল মিসকফ ও ৫৫ বোতল অ্যালকোহেল।

মাদক ধ্বংস শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনির কামাল সাংবাদিকদের জানান, গত তিন মাসে মোট ২শ` ১৩টি মামলায় জব্দকৃত প্রায় ৩৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য চিফ জুডিশিয়াল আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেটরা নিরলসভাবে কাজ করছেন বলেও জানান তিনি।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।