জাবিতে পথশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা


প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৬ জানুয়ারি ২০১৬

রোটার‌্যাক্ট ক্লাব অব বনানী মডেল টাউন এর উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চের পাদদেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তিনটি ক্যাটগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১ম ক্যাটাগরিতে ১ম থেকে ৩য় শ্রেণী, ২য় ক্যাটাগরিতে ৫ম থেকে ৬ষ্ঠ শ্রেণী, ৩য় ক্যাটাগরিতে ৭ম থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জাতীয় বিভিন্ন বিষয়বস্তু (জাতীয় পতাকা, পাখি, বাঘ, মাছ) প্রাকৃতিক সৌন্দর্য (নদী, গ্রাম্য পরিবেশ) ইত্যাদি বিষয়ের উপর শিক্ষার্থীরা চিত্রাঙ্কন করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে লোক প্রশাসন বিভাগের সভাপতি মোহাম্মদ ছায়েদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত, দৈনিক বণিক বার্তার সাংবাদিক দিদারুল হক, রোটার‌্যাক্ট ক্লাব অব বনানী মডেল টাউন চাটার্ড সভাপতি ইমদাদ হক, কোষাধ্যক্ষ মো. সাইফ উদ্দিন আবির প্রমুখ উপস্থিত ছিলেন।

হাফিজুর রহমান/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।