জামায়াতের হরতালে পরিবহন চলাচল স্বাভাবিক রাখার আহ্বান


প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৬ জানুয়ারি ২০১৬

মানবতাবিরোধী অপরাধে মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াতের ডাকা সকাল -সন্ধ্যা হরতালে ঢাকাসহ সমগ্র বাংলাদেশে পরিবহন চলাচল স্বাভাবিক রাখার জন্য পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে হরতাল প্রত্যাখ্যানেরও আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের অন্তর্ভুক্ত ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা ট্রাক কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ও ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের যৌথসভায় আজ এ আহ্বান জানানো হয়।

সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী, কার্যকরী সভাপতি মো. আজাহার আলী প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ৭১’র মানবতাবিরোধী শীর্ষ যুদ্ধাপরাধী আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে অভিনন্দন জানিয়ে ফাঁসির রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানান।

সভায় বক্তারা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে জিরো পয়েন্ট সংলগ্ন খদ্দরবাজার শপিং কমপ্লেক্স এর সামনে বুধবার অনুষ্ঠিতব্য পরিবহন শ্রমিক সমাবেশ ও হরতালবিরোধী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

এএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।