আমরা তারেককে খুঁজছি : হাছান মাহমুদ


প্রকাশিত: ০৯:১০ এএম, ২১ নভেম্বর ২০১৪

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা তারেককে খুঁজছি। আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত তার অপেক্ষায়। তিনি যত দ্রুত আসবেন, তত তাড়াতাড়ি বিচার কার্য শুরু হবে।’

রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে শুক্রবার দুপুরে স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি : বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি প্রত্যাখ্যান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

ড. হাছান মাহমুদ বিএনপি নেতা মির্জা ফখরুলকে উদ্দেশ করে বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী ও তার পুত্র জয়কে নিয়ে অবান্তর কথাবার্তা বলবেন না। সজীব ওয়াজেদ জয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। তিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার। তাই উল্টাপাল্টা কিছু বললে নেতাকর্মীরা উপযুক্ত জবাব দিবে।’

তিনি বলেন, ‘বিএনপি নেতারা তারেক রহমানের ৫০তম জন্মদিন পালন করলেন। তিনি পলাতক আসামি। বিএনপি নেতারা বলেছেন, তারেক দেশে ফিরলে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে। আমরাও চাই তিনি দেশে আসুক।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।