ট্রাম্পকে নিষিদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক


প্রকাশিত: ১২:০০ পিএম, ০৬ জানুয়ারি ২০১৬

যুক্তরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে একটি গণপিটিশনের উপর বিতর্ক করবেন দেশটির সাংসদরা। মঙ্গলবার এক বৈঠকে পার্লামেন্টের হাউস অব কমন্সের পিটিশন কমিটি বিতর্ক করার এ সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসির।

ওয়েস্টমিনিস্টার হলে ১৮ জানুয়ারি ওই বিতর্ক হওয়ার কথা রয়েছে। বিতর্কে ব্রিটিশ লেবার পার্টির এমপি পল ফ্লিন নেতৃত্ব দিবেন। প্রায় পাঁচ লাখ ৬৮ হাজার ব্রিটিশ নাগরিকের সই করা ওই গণপিটিশনে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান  দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়।

গত বছরের বছরের শেষের দিকে প্যারিসে হামলায় ১৩০ জন ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো শহরের একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে দুই বন্দুকধারীর হামলায় ১৪ জনের প্রাণহানি ঘটে। দুটি হামলার সঙ্গেই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জড়িত।  

এর পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প এক বক্তৃতায় মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। তার ওই বক্তব্যের জেরে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে ব্রিটেনের নাগরিকরা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে পিটিশন দাখিল করেন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও ট্রাম্পের সমালোচনা করেছেন। তবে সেসময় ক্যামেরন ট্রাম্পের উপর এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত হবে না বলে মন্তব্য করেন। দেশটির আইন অনুযায়ী, এক লাখ সই রয়েছে এমন গণপিটিশন নিয়ে পার্লামেন্টে আলোচনার বিষয়টি আইনপ্রণেতাদের অবশ্যই বিবেচনায় নিতে হবে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।