শেয়ারবাজারের দুই প্রতিষ্ঠানকে ৫৫ লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ০৬ জানুয়ারি ২০১৬

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে শেয়ারবাজারের তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশনের ৫৬৩তম সভায় প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়েছে বলে বিএসইসির হির্বাহী পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠান দুটি হলো; সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড এবং এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

এর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেডের প্রত্যেক পরিচালককে ৫ লাখ টাকা করে (আট জন পরিচালককে মোট ৪০ লাখ) এবং  ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য (ডিএসই ট্রেক নং-৬১) এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন। অর্থাৎ দুই প্রতিষ্ঠানকে মোট ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড ৩০ জুন ২০১৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে কোনো প্রকার মুনাফা অর্জন না করে এবং এই ঋণাত্মক মুনাফা থাকা স্বত্ত্বেও কোম্পানিটি ওই বছর সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। যা মূলত কোম্পানির মূলধন থেকে প্রদান করা হয়েছে। কোম্পানির এই ধরণের কাজ বিনিয়োগকারীকে ভূল তথ্য প্রদান করেছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ১৮ এর লঙ্ঘন। এই আইন লঙ্ঘনের কারণে কমিশন কোম্পানিটির প্রত্যেক পরিচালককে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে। সে হিসেবে আট জন পরিচালককে মোট ৪০ লাখ টাকা জরিমানা দিতে হবে।

অপরদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য ব্রোকারেজ হাউজ এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফিন্যান্সিয়ল সার্ভিসেস লিমিটেড সম্পর্কে কমিশনের রুটিন পরিদর্শন কমিটির দাখিল করা প্রতিবেদনে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। যার মধ্যে রয়েছে:

ক) সমন্বিত গ্রাহক হিসাব (কনসুলিডেটেড কাস্টমারস একাউন্ট) পৃথকভাবে না রাখায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর সেকশন ৮এ(১) এবং ২ লঙ্ঘন।

খ) সমন্বিত গ্রাহক হিসাব (কনসুলিডেটেড কাস্টমারস একাউন্ট) এর তহবিলের ঘাটতি থাকার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর সেকশন ১১ এবং দ্বিতীয় তফসিলের আচরণবিধি ১ ও ৬ লঙ্ঘন এবং

গ) নন মার্জিনেবল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিণ ঋণ প্রদান করার মাধ্যমে কমিশনের নির্দেশনা নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/১৬৯ তারিখ ১/১০/২০০৯ লঙ্ঘন।

উপরোক্ত সিকিউরিটিজ আইনসমূহ ভঙ্গ করায় এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।

এসআই/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।