অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৭ জানুয়ারি ২০২২
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া মীর আব্দুল হান্নান

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া পুলিশ কর্মকর্তা মীর আব্দুল হান্নান (৫৮) মারা গেছেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

সোমবার (১৭ জানুয়ারি) নিহত পুলিশ কর্মকর্তার আত্মীয় মো. মোমেন মিয়া জাগো নিউজকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। আব্দুল হান্নান আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে আব্দুল হান্নানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়।

আব্দুল হান্নানের আত্মীয় মো. মোমেন মিয়া রোববার জানান, আব্দুল হান্নান বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত। আজ বসিলা রোড এলাকায় রাস্তায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন। সেখান থেকে এক ব্যক্তি তার মোবাইল ফোন দিয়ে আমাদের খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

তিনি আরও জানান, তাদের বাড়ি সাতক্ষীরার কলারোয়ার আলাইপুরে। ছুটি নিয়ে গ্রামে যাচ্ছিলেন আব্দুল হান্নান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রোববার বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় এক পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাজী আল আমিন/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।