মামুনুলই বঙ্গবন্ধু কাপে অধিনায়ক


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬

সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার পর দায় নিজের কাঁধে নিয়ে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন মামুনুল ইসলাম। কিন্তু, কোচ মারুফুল হকের মত নিজের মত পরিবর্তণ করলেন এই ফুটবলারও। বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রাক্কালে তিনি জানিয়েছিলেন, বাফুফে চাইলে নেতৃত্বে ফিরতে পারেন তিনি। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য আবারও নেতৃত্বভার গ্রহণ করতে যাচ্ছেন মামুনুল ইসলাম।

নামে অনেকটা মিল। তবে মারুফুল হক ও মামুনুল ইসলামের কাজটা মিলে গেলো পুরোপুরি। সাফে ভরাডুবির পর এক ম্যাচ থাকতেই কোচ ও অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তারা। টুর্নামেন্ট শেষ না করে তাদের এ ঘোষণার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে শেষ পর্যন্ত দুই জনই বহাল থাকছেন নিজ নিজ পদে। বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে মারুফুল বাংলাদেশ দলের কোচ থাকাটা নিশ্চিত হয়েছে কয়েকদিন আগে। আজ (মঙ্গলবার) মামুনুল ফিরিয়ে নিলেন তার ঘোষণা। পদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন দুই জন একদিনে। ফিরে আসার ঘোষণা আগে পরে-পার্থক্য বলতে এতটুকুই।

ভারতের কেরালায় অনুষ্ঠিত সাফ সুজুকি কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মামুনুল ইসলাম। ভুটানের বিরুদ্ধে খেলে অধিনায়কত্ব ছাড়েন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে বঙ্গবন্ধু গোল্ডকাপে অধিনায়ক থাকতে রাজী হতে হয়েছেন মামুনুলকে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ কড়া নাড়ছে দরজায়। হাতে সময় খুবই কম ছিল। অল্প সময়ে নতুন অধিনায়ক ও নতুন কোচ ঠিক করলে সেটা শুভ হতো না। বাফুফে তাই সে পথে যায়নি। বেছে নিয়েছে পুরনোদেরই।

জাতীয় দলের প্রধান কোচ মারুফুল হক বলেন, ‘সোমবার রাতেই মামুনুলের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। সে আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপে দলকে নেতৃত্ব দিতে রাজী হয়েছে।’ বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘মামুনুল আসলে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র বাফুফেকে দেননি। তবে তিনি যেহেতু সংবাদ মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন, তাই সংবাদ মাধ্যমেই তার দায়িত্ব নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।