আজানেও বিরতি দেয়নি আওয়ামী লীগ


প্রকাশিত: ১০:৩৮ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

আসরের আজানের সময়ও থামেনি আওয়ামী লীগের সমাবেশ। মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে সমাবেশ শুরু করে দলটি। ৫ জানুয়ারিকে গণতন্ত্রের বিজয় দিবস উল্লেখ করে এ সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ।

তবে কেন্দ্রীয় মসজিদের আজানের সময়ও সমাবেশ চালিয়ে ঢাকা মহানগর পুলিশের আরেকটি শর্ত লঙ্ঘন করলো আওয়ামী লীগ।

এদিকে ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির দেয়া ১৯টি শর্ত মেনেই সমাবেশ করতে চেয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।

ডিএমপির ওই ১৯ শর্তের ১৩ নং শর্তে বলা হয়েছে, ‘আজান, নামাজ ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময় মাইক/শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না।’
 
তবে এ শর্তটি মানে নি আওয়ামী লীগ। বিকেল ৪টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আসরের নামাজের আজান হয়। এসময় সমাবেশ সঞ্চলনার দায়িত্বে ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া।
 
তিনি এসময় বিভিন্ন নেতার নাম ধরে ধরে গুণকীর্তন শুরু করেন। এসময় তিনি বিভিন্ন ওয়ার্ড থানা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। যা স্পষ্ট ডিএমপির শর্তের লঙ্ঘন।

জেইউ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।