তুরস্ক উপকূলে ২১ অভিবাসীর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১০:১৭ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

তুরস্কের ইজিয়ান উপকূলে পৃথক দুটি স্থানে নৌকাডুবে তিন শিশুসহ অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার গ্রিসের লেসবস দ্বীপে যাওয়ার পথে নৌকাডুবে এ হতাহতের ঘটনা ঘটেছে। তুরস্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পৃথক দুটি স্থান থেকে ২১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আয়ভালিক জেলার উপকূল অঞ্চল থেকে ১১ এবং দিকিলি জেলা থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ-বাহিনীর সদস্যরা।

দেশটির কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, সাগরে কেউ জীবিত আছে কি না তা তল্লাশি করে দেখা হচ্ছে। এজন্য তিনটি নৌকা ও একটি হেলিকপ্টারে করে সাগর এলাকায় অনুসন্ধান চলছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।