আরো এক বছর মুখ্য সচিব থাকবেন আজাদ


প্রকাশিত: ০৯:৩০ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আবুল কালাম আজাদ। মঙ্গলবার তার অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, ৭ জানুয়ারি থেকে চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পালন করবেন।

গত বছরের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিবের পদ থেকে আবুল কালাম আজাদকে মুখ্য সচিব করা হয়। এর আগে আবুল কালাম আজাদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগের সচিবের দায়িত্ব পালন করেন।

১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আবুল কালামের বুধবার অবসরোত্তর ছুটিতে যাবার কথা ছিল।

এসএ/আরএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।