মংলায় কার্গোর আঘাতে ফেরি ট্রলার ডুবি : আহত ২


প্রকাশিত: ০৯:২৫ এএম, ০৫ জানুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

বাগেরহাটের মংলায় পণ্যবাহী কার্গোর আঘাতে একটি যাত্রীবাহী ফেরি ট্রলার ডুবে গেছে। সোমবার মধ্য রাতে মংলা নদীর মামার খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনার পর যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও গুরুতর আহত হন দুই যাত্রী। তাদের রাতেই মংলা হাসপাতালে ভর্তি করা হয়।

মংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জাগো নিউজকে জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মংলা নদী দিয়ে পণ্যবাহী এমভি রূপসা অটো রাইস মিল নামের কার্গোটি যাবার সময় মামার খেয়াঘাট এলাকায় একটি যাত্রীবাহী ফেরি ট্রলারকে আঘাত করে। এসময় ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি ঘটনাস্থলে ডুবে যায়। ডুবে যাওয়া ফেরি ট্রলারটির যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও গুরুতর আহত হন ট্রলারের মাঝি শহিদুল ইসলাম আকন (৩৮) ও যাত্রী সজিব হাওলাদার (১০)। পরে  আহতের উদ্ধার করে রাতেই দুইজনে মংলা হাসপাতালে ভর্তি করা হয়।

মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন প্রিন্স জাগো নিউজকে জানান, দুর্ঘটনার পর ফেরি ট্রলারের যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তাদের মধ্যে আহত দু’জনকে মংলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। যাত্রীবাহী ফেরি ট্রলারটিকে আঘাতকারী এমভি রূপসা অটো রাইস মিল নামের পণ্য বোঝাই কার্গোটিকে আটক করা হয়েছে।

শওকত আলী বাবু/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।