অস্ট্রেলিয়ার পরিবর্তে বিশ্বকাপে আয়ারল্যান্ড


প্রকাশিত: ০৮:০৮ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

নিরাপত্তার অজুহাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আর এতে কপাল খুলেছে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের। অস্ট্রেলিয়ার পরিবর্তে বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ গ্রহণ করবে তারা। আইসিসি তাদের অফিসিয়াল পেইজে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, আমার কাছে ক্রিকেটারদের নিরাপত্তাই প্রথম। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। সে কারণে অস্ট্রেলিয়া সরকার থেকেই জানানো হয়েছে যাতে আমরা দল না পাঠাই।

এর আগে অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় দলের। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে ঢাকায় আসতে বেঁকে বসে দলটি। শেষ পর্যন্ত সিরিজটি স্থগিত করে তারা। এবার একই পথে হাঁটলও অনূর্ধ্ব-১৯ দলও।

আরটি/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।