কারাগারে যুদ্ধাপরাধ মামলার আসামিসহ দুইজনের মৃত্যু


প্রকাশিত: ০৭:৪১ এএম, ০৫ জানুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দুই বন্দি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে একজন হলেন- চট্টগ্রামের বাঁশখালী থানার স্ত্রী খুনের মামলার মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল গফুর (৪৫) এবং যুদ্ধাপরাধ মামলার আসামি কক্সবাজারের মহেশখালি থানা এলাকার মো. জিন্নাত আলী ওরফে জিন্নত (৬৫)।  

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার মো. মিজানুর রহমান বলেন, সোমবার মধ্যরাতে বুকে ব্যথা হলে জিন্নত আলীকে প্রথমে কারা হাসাপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোমবার রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি ৫ মাস ধরে এ কারাগারে রয়েছেন। জিন্নত যুদ্ধাপরাধ মামলার আসামি। আদালতে তার মামলা বিচারাধীন রয়েছে।  

এদিকে, আব্দুল গফুর সোমবার বিকেলে বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে কারা হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি খুনের মামলায় গ্রেফতারের পর ২০১২ সাল থেকেই এ কারাগারে বন্দি ছিলেন। তিনি স্ত্রী খুনের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার বলেন, তাদের দুইজনকেই মৃতাবস্থায় এ হাসপাতালে আনা হয়।
                    
আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।