নেত্রকোনা কালেক্টরেট স্কুলের উদ্বোধন


প্রকাশিত: ০৭:৩২ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে নেত্রকোনা কালেক্টরেট স্কুলের উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বাধন করেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব জি.এম সালেহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা পরিষষের প্রধান নির্বাহী রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নূরুল আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ওয়ালিউল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, নবনির্বাচিত মেয়র আলহাজ্ব নজরুল ইসলামসহ জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ।

এসময় বক্তারা জেলার শিক্ষার মান উন্নয়নের বিষয়ে আলোকপাত করেন।

কামাল হোসাইন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।