বিশ্ব ইজতেমায় ২৮টি বিশেষ ট্রেন


প্রকাশিত: ০৬:০৩ এএম, ০৫ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

বিশ্ব ইজতেমার দুই পর্বে মুসল্লিদের চলাচলে সহায়তা দিতে চলাচল করবে ২৮টি বিশেষ ট্রেন। মঙ্গলবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন রেলমন্ত্রী মুজিবুল হক।

তিনি বলেন, এই ২৮টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন রুটে চলাচল করবে। আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ফিরতে পারেন তার জন্য ওই দিন চলবে ২১টি ট্রেন।

জানা যায়, আগামী শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি।

এসএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।