দাতা সংস্থার সাহায্য ছাড়াই নির্মাণ করা হচ্ছে পদ্মাসেতু
একটি মহল বলেছিল বর্তমান সরকারের আমলে পদ্মাসেতু নির্মাণ করা সম্ভব নয়। কিন্তু দাতা সংস্থার কোনো সাহায্য ছাড়াই আজ নির্মাণ করা হচ্ছে পদ্মাসেতু বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, এখন পদ্মাসেতু প্রকল্পে বহির্বিশ্বে সাহায্য করতে চাইলেও তা নেয়া হচ্ছে না। কিন্তু গোটা বিশ্বকে তাক লাগিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন তার সময়ে পদ্মাসেতু র্নিমাণ করা সম্ভব।
বৃহস্পতিবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলি বড় বাজারে নবনির্মিত মীর লিয়াকত আলী প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমেরিকা-ব্রিটেন যখন জনবল ছাটাই করছে তখন আমরা নতুন করে জনবল নিয়োগ দিয়ে বেতন বৃদ্ধি করছি। দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হয়েছে।
স্কুলের প্রতিষ্ঠাতা মীর লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা পরিচালক আবুল খায়ের, জেলা শিক্ষা কর্মকর্তা হোসেন আলী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান, সোনাতলা পিটিআই সুপারেন্টেন্ডেন মোজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা।
উল্লেখ্য, ১৫০০ বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় এক কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে শিবগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর বিদ্যালয় ভবনটি নির্মাণ করে।
লিমন বাসার/এআরএ/পিআর