ঘাতক ইকবালের ফাঁসির দাবিতে শৈলকুপায় মানববন্ধন


প্রকাশিত: ১০:১৮ এএম, ০৪ জানুয়ারি ২০১৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুরে তিন শিশুকে পুড়িয়ে হত্যার ঘটনায় ঘাতক ইকবাল হোসেনের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিকে, ঘাতক ইকবাল হোসেনের ফাঁসির দাবিতে এলাকার সর্বস্তরের মানুষ ফুঁসে উঠেছে। তার ফাঁসির দাবিতে দুপুরে শত শত মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষুব্ধ জনতা সকালে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন স্থান ঘুরে চার রাস্তার মোড়ে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়। পরে তারা থানা ঘেরাও করে।

অন্যদিকে, নিহত তিনি শিশুর পরিবারে চলছে শোকের মাতম। সন্তানদের হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে গেছে নিহতের পরিবার। কোনো শান্তনাই তাদের বোঝাতে পারছে না। চোখের জলও যেন শুকিয়ে গেছে তাদের। এ নৃশংস ঘটনার সংবাদ শুনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে শত শত মানুষ। এমন ঘটনায় সাধারণ মানুষও বাকরুদ্ধ হয়ে পড়েছে।

এ ব্যাপারে শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, পারিবারিক কলহের জের ধরে রোববার সন্ধ্যায় কবিরপুর গ্রামের ইকবাল হোসেনের ছোট ভাই দেলোয়ার হোসেনের দুই ছেলে মোস্তফা সাফিন (৯) ও মোস্তফা আমিন (৭) এবং ভাগ্নে মাহিমকে (১২) ঘরের মধ্যে প্রথমে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।

পরে দরজা বন্ধ করে ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে দুই সহোদর ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যায় অপর শিশু মাহিম। ঘটনার পরপরই এলাকাবাসী ঘাতক ইকবাল হোসেনকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করে।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।