ভূমিকম্পে সিলেটে বহুতল মার্কেটের দেয়াল ধস : তদন্ত করবে সিসিক
ভূমিকম্পে সিলেট নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের বহুতল বিপনীবিতান কানিজ প্লাজা শপিং সিটির (১০ তলা ভবন) একটি দেয়াল ধসে দুর্ঘটনা কবলিত পার্শ্ববর্তী বাসাটি পরিদর্শন করেছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) একটি দল।
সোমবার ভোরে ভূমিকম্প চলাকালে দেয়াল ধসে একই পরবিারের নারীসহ চারজন আহত হন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি দল দুর্ঘটনা কবলিত বাসাটি পরিদর্শনে যান।
পরিদর্শন শেষে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বলেছেন, কানিজ প্লাজার নির্মাণ কাজ সঠিক নিয়মে চলছে কিনা এটি খতিয়ে দেখা হবে। এছাড়া অন্যান্য আনুষঙ্গিক অনুমোদন তাদের রয়েছে কি না এটাও খতিয়ে দেখতে তদন্ত করা হবে।
তদন্তে কোনো অনিয়ম পাওয়া গেলে কানিজ প্লাজার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সিসিক। সিসিকের এই শীর্ষ কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি এখানে কানিজ প্লাজা কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। তারা নির্মাণ কাজ চলাকালীন লাগোয়া এই বাসার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে উদাসীন ছিলেন।
দুর্ঘটনাকবলিত বাসার মালিক ফরিদুল ইসলাম ফরিদ বলেন, কানিজ প্লাজার কর্তৃপক্ষকে বারবার বলা হয়েছে আমাদের বাসার বাসিন্দাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু মার্কেট কর্তৃপক্ষ আমার কথায় কর্ণপাত করেনি। আর এ কারণে আজ আমিসহ আমার পরিবারের সদস্যরা গুরতরভাবে আহত হলেন। তিনি এ বিষয়টির যথাযথ তদন্ত ও বিচার দাবি করেছেন।
প্রসঙ্গত, সোমবার ভোর ৫টা ৬ মিনিটের দিকে সিলেটসহ সারাদেশে তীব্র ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতায় সিলেট নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়। ভোরে ভূমিকম্পের সময় লোকজন বাসা-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।
ছামির মাহমুদ/এমজেড/এমএস