কার্যালয়ে সমাবেশের অনুমতি পেতে পারে দু’দল


প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৪ জানুয়ারি ২০১৬

৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় কার্যালয়ের ভেতরে সমাবেশের অনুমতি পেতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে কাউকে সমাবেশের অনুমতি দেয়া হচ্ছে না। দলীয় কার্যালয়ের ভেতরেই তাদের সমাবেশ করতে হবে।

সোমবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে  এ সব তথ্য জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, সমাবেশের অনুমতির পাওয়ার ক্ষেত্রে জন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বেশ কিছু শর্ত মানতে হবে দু’দলকে। ডিএমপি কর্তৃক সমাবেশ করার অনুমতির ক্ষেত্রে যেসব শর্ত থাকছে :

১. নির্দিষ্ট সময়ের মধ্যে সমাবেশ শেষ করতে হবে। দুপুর থেকে মাগরিবের আজানের পূর্বেই শেষ করতে হবে।
২. মাইক ব্যবহার নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে।
৩. দলীয় কার্যালয়ের ভেতরে সমাবেশ করতে হবে।
৪. যানজট তৈরি করা যাবে না।
৫. সড়ক অবরোধ করা যাবে না।
৬. ব্যানার ফেস্টুনের আড়ালে লাঠিসোটা আনা যাবে না।
৭. মিছিল করে সমাবেশে আসা যাবে না।
৮. পুলিশের দেয়া চৌহদ্দির ভেতরে অবস্থান নিয়ে সমাবেশ শেষ করতে হবে।

উল্লেখ্য, পল্টন থানার ওসি ও মতিঝিল বিভাগের উপ-কমিশনার(ডিসি) বিস্তারিত তদন্ত ও হুমকির বিষয়টিসহ আইনশৃঙ্খলার বিষয়গুলো দেখ ভাল করছেন। তারা এক থেকে দেড় ঘণ্টার মধ্যে ডিএমপিকে জানাবেন সমাবেশের অনুমতি দেয়া যাবে কি না।

এআর/জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।