বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৭:২১ এএম, ০৪ জানুয়ারি ২০১৬

গ্রেড বাড়ানোর দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান আন্দোলন কর্মসূচিতে ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বুদ্ধিতার কারণে আন্দোলন হচ্ছে বলে মনে করেন তিনি।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই মনোভাব প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রিসভার একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন শিক্ষকরা খামখেয়ালিভাবে নিজেদের আমলাদের সঙ্গে তুলনা করছেন। শিক্ষকরা মহান পেশার মানুষ। তারা কেন নিজেদের আমলাদের সঙ্গে তুলনা করেন। তারাতো নিজেরাই নিজেদের কর্মে অনেক বড়।

এ সময় প্রধানমন্ত্রী অধ্যাপক ড. আনিসুজ্জামানের নাম উল্লেখ করে বলেন, তিনি সচিব পদমর্যাদার কি না সেটি মূখ্য নয়। আনিসুজ্জামান একজনই।

প্রধানমন্ত্রী বলেন, শতভাগ বেতন ভাতা বাড়িয়েছি। তারপরও আন্দোলন দুঃখজনক। তারা যদি নিজেদের এভাবে তুলনা করেন, তবে শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ থেকে কমিয়ে ৫৯ করে দিবো। আর আমলাদের মতো পূর্ণ সময়ে বিশ্ববিদ্যালয়ে থাকেন কি না সেটিও দেখা হবে।

শেখ হাসিনা বলেন, তারা বিশ্ববিদ্যালয় থাকেন না। পরামর্শ দিয়ে বেড়ান। খন্দকালীন চাকরি করেন। এসবে তো বাধা দেয়া হয় না।

এসময় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিষয়টি দুঃখজনক। এটি সমাধানের পথে গিয়েছিলো। কিন্তু গেজেটে কিছু হঠাৎ পরিবর্তনে আবার ঝামেলা তৈরি হলো। এসময় প্রধানমন্ত্রী বলেন, গেজেটে কিভাবে পরিবর্তন আসে। কারা এর সঙ্গে ছিলো। আমি খতিয়ে দেখব নিজে।

এসএ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।