আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ
যান্ত্রিক ত্রুটির কারণে আবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে কারখানার এসএনসি ব্রয়লারে ত্রুটি দেখা দেয়ায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এ নিয়ে গত এক মাসে কারখানার বিভিন্ন ত্রুটির কারণে চারবার উৎপাদন বন্ধ হয়েছে। সার কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১২শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।
আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৬টার দিকে কারখানার এসএনসি ব্রয়লারে হঠাৎ করে ত্রুটি দেখা দেয়ায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। উৎপাদন বন্ধের পর থেকেই কারখানার নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি সারানোর কাজ শুরু করেছেন। তবে ত্রুটি সারানোর কাজ শেষে উৎপাদন শুরু হতে আরও দুই-তিনদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস