আজকের জোকস : ০৪ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ০৪:৩১ এএম, ০৪ জানুয়ারি ২০১৬

পাহাড়ে উঠেছে মাহমুদ। উঠেই সে একটা আলাদিনের চেরাগ হাতে পেয়ে গেল। সেই চেরাগে ঘষা মারতেই এক দৈত্য এসে হাজির-
দৈত্য : হুকুম করুন আমার মালিক।
মাহমুদ : আমি তোমার কাছে তিনটি জিনিস চাইব। দিতে পারবে তো?
দৈত্য : জি মালিক, তবে আমার একটা শর্ত আছে। আপনাকে যা দেব, আপনার বন্ধু ওই জিনিসটি আপনা-আপনি দ্বিগুণ পরিমাণে পাবে।
মাহমুদ : ঠিক আছে, তবে তাই হোক। আমাকে একটা পরশপাথর দাও দেখি।
দৈত্য : আপনার বন্ধু কিন্তু দুটি পরশপাথর পেয়েছে।
মাহমুদ : এবার আমাকে ১০০ মিলিয়ন ডলার দাও।
দৈত্য : আপনার বন্ধু এবার ২০০ মিলিয়ন ডলার পেল।
মাহমুদ : এবার আমাকে পিটিয়ে আধমরা করে দাও!
 
****

বিশ্বস্ত রকিবের সঙ্গে তার এক মনোরোগ চিকিৎসক বন্ধুর দেখা। রকিব তাকে দেখে অবাক হয়ে-
রকিব : আরে ফিরোজ, তুই! আমি তো শুনেছিলাম তুই মরে গেছিস!
ফিরোজ : হুমম, কিন্তু এখন তো জীবিতই দেখলে, নাকি?
রকিব : হতেই পারে না! যে ব্যক্তি আমাকে এই সংবাদ দিয়েছে সে যে তোমার চেয়েও বিশ্বস্ত।

****

একবার জোনায়েদ নতুন গাড়ি কিনে নিজে চালিয়ে অফিসে যাচ্ছিলেন। রাস্তায় সিগন্যাল বাতি জ্বলে ওঠায় গাড়িতে বসে অপেক্ষা করছিলেন। এবার বাধ্য হয়ে-
জোনায়েদ : আচ্ছা জনাব, এ মুহূর্তে ডান দিকে যেতে হলে আপনাকে কত টাকা দিতে হবে?
ট্রাফিক পুলিশ : আপনি তো আচ্ছা লোক! আমাকে টাকার কথা বলছেন কেন? একদম জেলে পুরে রাখব কিন্তু।
জোনায়েদ : আমার কী দোষ, সাইনবোর্ডে তো আপনারাই লিখেছেন Free left turn।

****

একবার এক বিমানে আমেরিকান, জাপানি ও বাংলাদেশি যাত্রীর মধ্যে কথপোকথন চলছে-
আমেরিকান : আমাদের তৈরি করা যুদ্ধের রকেট একেবারে আকাশের গা ঘেঁষে চলে।
জাপানি : এটা কীভাবে সম্ভব?
আমেরিকান : ওই আর কি, আকাশের দুই আঙুল নিচ দিয়ে।
জাপানি : ও তাই। তাহলে শুনুন, আমাদের যুদ্ধের ডুবোজাহাজ একেবারে সমুদ্রের তলদেশ দিয়ে চলে।
আমেরিকান : এটা কী করে হয়?
জাপানি : ওই আর কি, তলদেশের দুই আঙুল উপর দিয়ে।
বাংলাদেশি : আরে ভাই শুনুন, আমাদের দেশের মানুষ নাক দিয়ে ভাত খায়।
জাপানি : এও কি সম্ভব?
বাংলাদেশি : ওই আর কি, দুই আঙুল নিচ দিয়ে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।