মধ্যরাতে শাহজালালে অগ্নিনির্বাপণ মহড়া

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২০ এএম, ৩১ ডিসেম্বর ২০২১

বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর কুর্মিটোলার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ ‘ফুল স্কেল এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ’র আওতায় ফ্লাইটে অগ্নিনির্বাপণের মহড়া করে। মহড়া হলেও বেত ও পাটকাঠিসহ বিভিন্ন বস্তুু দিয়ে তৈরি উড়োজাহাজটিকে সত্যিকারের উড়োজাহাজের মতো দেখাচ্ছিল।

বিজ্ঞাপন

মহড়া দেওয়ার জন্য আগুন লাগানোর পর দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার ব্রিগেডের গাড়ি থেকে পানি নিক্ষেপ ও আকাশে উড়ন্ত হেলিকপ্টার চক্কর দিতে থাকে। নিচে নেমে কর্মীরা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। এছাড়া অ্যাম্বুলেন্সে করে যাত্রীদের উদ্ধার করতে দেখা যায়। এসবই করা হয় মহড়ার অংশ হিসেবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত থেকে মহড়া পরিদর্শন করেন। এ সময় বিমানবন্দরে কর্মরত শীর্ষ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এমইউ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।