নারায়ণগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন রূপগঞ্জ উপজেলা


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৩ জানুয়ারি ২০১৬

নারায়ণগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রূপগঞ্জ উপজেলা। টাইব্রেকারে ৪-২ গোলে সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। উৎসবের মধ্য দিয়ে রূপগঞ্জ উপজেলা দলটি চ্যাম্পিয়ন ট্রফি প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করেন।

রোববার বিকেলে শহরের ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলাকে নির্ধারিত সময় পর্যন্ত খেলাটি গোলশূন্য ড্র ছিল। নিট কনসার্ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ২৮ ডিসেম্বর থেকে টুর্নামেন্টটি শুরু হয়। টুর্নামেন্টে দু’টি গ্রুপে মোট ৬টি দল অংশগ্রহণ করে।

এরপর বিজয়ী ও পরাজিত দু’দলকে ট্রফি তুলে দেওয়া হয়। ম্যান অব দি ফাইনাল মোবারক (রূপগঞ্জ), ম্যান অব দি টুর্নামেন্ট ভিক্টরকে (সদর) পুরস্কার তুলে দেওয়া হয়।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণীতে জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, সংরক্ষিত আসনের সাংসদ হোসনে আরা বাবলী, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু।

এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহীন আরা বেগম (অতিরিক্ত জেলা প্রশাসক-শিক্ষা ও আইসিটি), ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, ক্রীড়া সংস্থার কে ইউ আকসির, খবির আহমেদ, এজেডএম ইসমাইল বাবুল, ফারুক বিন ইউসুফ পাপ্পু, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম চেঙ্গিস প্রমুখ।  

শাহাদাত হোসেন/ এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।