পাঁচ ব্রিটিশ গুপ্তচরের শিরশ্ছেদ করেছে আইএস


প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৩ জানুয়ারি ২০১৬

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) পাঁচ ব্রিটিশ গুপ্তচরের শিরশ্ছেদের একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযানে অংশ নেয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে নির্বোধ ও হোয়াইট হাউজের দাস বলে অভিহিত করা হয়েছে। একই সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হুমকিও দেয়া হয়েছে। খবর দ্য ইন্ডিপেনডেন্ট।

আইএসের রাক্কাভিত্তিক গণমাধ্যম শাখা থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে পাঁচ ব্রিটিশ নাগরিককে কমলা রঙের জাম্পস্যুট পরিহিত অবস্থায় দেখা যায়। এদের সবার বিরুদ্ধে যুক্তরাজ্যের নিরাপত্তা বাহিনীর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে আইএস।

১০ মিনিটের ওই ভিডিওতে অস্ত্রধারী মুখোশ পরা এক আইএস জঙ্গিকে বলতে শোনা যায়, ডেভিড ক্যামেরনের জন্য এটি একটি বার্তা। ওই জঙ্গি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নির্বোধ ও হোয়াইট হাউজের দাস বলেন।

সিরিয়ায় যুক্তরাজ্যের অভিযানের বিষয়ে ওই আইএস জঙ্গি আরো বলেন, তোমাদের কৃতকর্মের ফল তোমাদের সন্তানদের দিতে হবে। তবে তাৎক্ষণিকভাবে ওই ভিডিওটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।