চোলাই মদ উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১

চট্টগ্রামের ফটিকছড়ির একটি চা বাগানে চোলাই মদ উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এতে সংস্থাটির দুই কর্মকর্তা আহত হন।

আহতরা হলেন- চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল এবং উপ-সহকারী পরিচালক জেসিও মো. সালাম। তবে এ ঘটনায় হামলাকারীদের কেউ আহত হয়েছেন কিনা, তা জানাতে পারেননি র‌্যাব কর্মকর্তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, চোলাই মদ মজুতের গোপন তথ্য পেয়ে সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া চা বাগানে অভিযানে যায় র‌্যাব। বিষয়টি টের পেয়ে একদল লোক তাদের ওপর হামলা করে। এরপর র‌্যাব সদস্যরা দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনার পরপরই থানা পুলিশের একটি টিম চা বাগানে যায়। এতে করে হামলাকারীরা গা ঢাকা দেয়। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন জাগো নিউজকে বলেন, আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেনি র‌্যাব। তাদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হামলার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জাগো নিউজকে বলেন, চোলাই মদ মজুত ও বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছিল। মাদক কারবারিরা জড়িত হয়ে উল্টো র‌্যাবের ওপর হামলা চালিয়েছে। আহত দুই র‌্যাব কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিজানুর রহমান/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।