২১ জানুয়ারি সিলেট যাবেন প্রধানমন্ত্রী
বেশ কয়েক দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে আগামী ২১ জানুয়ারি সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২১ জানুয়ারি সকালে প্রধানমন্ত্রী সিলেট এসে পৌঁছবেন। সিলেট পৌঁছার পর প্রথমে তিনি সকাল ১১টা ১০ থেকে সাড়ে ১১টার মধ্যে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত ও সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন।
বেলা সোয়া ১২টায় তিনি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন এরপর কলেজের ৭৫ বছরপূর্তি উৎসবে যোগদান করবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ জানুয়ারি বেলা আড়াইটার দিকে সিলেটের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্থরস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আলীয়া মাদ্রাসায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন তিনি।
মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ প্রধানমন্ত্রীর সিলেট সফরসূচি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যাপারে আমাদের লিখিতভাবে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী ওইদিন মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রসঙ্গত, এরআগে প্রধানমন্ত্রীর গত ১২ ডিসেম্বর সিলেট আসার কথা ছিল। পরে তারিখ পরিবর্তন করে ৭ জানুয়ারি সিলেট সফরে আসার কথা ছিল। সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ২১ জানুয়ারি সিলেট আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছামির মাহমুদ/এমএএস/আরআইপি