দিনাজপুরে ২৭ মেয়র প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৪ জন


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৩ জানুয়ারি ২০১৬

সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে দিনাজপুরের ৫ পৌরসভায় অর্ধেকেরও বেশি মেয়র প্রার্থী জামানত হারিয়েছেন। যার মধ্যে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির কোনো প্রার্থীই তাদের জামানত বাঁচাতে পারেননি। তাদের ৪ প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী ভোটের সংখ্যা শতকের ঘর পার করতে পারেননি।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনে দিনাজপুরের ৫টি পৌরসভায় এ চিত্র দেখা গেছে। মোট ২৭ মেয়র প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ৪ জনসহ ১৪ জন তাদের জামানত হারিয়েছেন।

এর মধ্যে দিনাজপুর পৌরসভায় রয়েছেন জাতীয় পার্টির মোতালেব হোসেন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী আলতাফ উদ্দীন (নারিকেল গাছ) ও ফয়সল হাবীব সুমন (মোবাইল ফোন)।

বীরগঞ্জ পৌরসভায় জাতীয় পার্টির দেলোয়ার হোসেন আবু (লাঙ্গল) ও স্বতন্ত্র রশিদুল আলম (নারিকেল গাছ)।

ফুলবাড়ী পৌরসভায় জাতীয় পার্টির জামিল হোসেন (লাঙ্গল), প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির ছোট ভাই খাজা মইনউদ্দীন (মোবাইল ফোন), স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম জুয়েল (চামুচ), মাওলানা জয়নাল আবেদীন (জগ), আব্দুল্লাহ নুরুজ্জামান (কাস্তে), আল আমীন (কেরাম বোর্ড)।

বিরামপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী ড. মুহাদ্দিস এনামুল হক (মোবাইল ফোন) ও ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান।
হাকিমপুর পৌরসভায় জাতীয় পার্টির প্রার্থী সুরুজ আলী শেখ (লাঙ্গল)।

জাতীয় পার্টির জামানত হারানো দু’জনের মধ্যে বীরগঞ্জ পৌরসভার দেলোয়ার হোসেন পেয়েছেন ৯৩ ভোট ও ফুলবাড়ী পৌরসভার জাতীয় পার্টির জামিল হোসেন পেয়েছেন ৩০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান পেয়েছেন ৬৩ ভোট।

দিনাজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাতিল হয়ে থাকে। সে হিসেবে যারা এ পরিমাণ ভোট পায়নি তারা জামানত হারাবেন।

এমদাদুল হক মিলন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।