জয়নাল হাজারীর মৃত্যুতে ডিএসসিসি মেয়রের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪০ এএম, ২৮ ডিসেম্বর ২০২১
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস- ফাইল ছবি

আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (২৭ ডিসেম্বর) এক শোকবার্তায় ডিএসসিসি মেয়র বলেন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী বাংলাদেশ আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতা। তিনি ফেনী জেলার অবিসংবাদিত নেতা ছিলেন এবং দেশ ও জনগণের দুর্দিনে সরব ও সোচ্চার ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে দেশবাসী শোকাহত।

শোকবার্তায় শেখ তাপস আরও বলেন, বিপদসংকুল পরিবেশেও মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার প্রতি তার গভীর আস্থা অনন্য উদাহরণ হয়ে থাকবে।

শোকবার্তায় ডিএসসিসি মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এমএমএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।