গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার


প্রকাশিত: ০৯:০৫ এএম, ০৩ জানুয়ারি ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অপহরণকারীদের হাত থেকে জয়নাল আবেদীন জাহিন (৭) নামে ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির এক ছাত্রকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত রানা মিয়া (১৮) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সৌন্দইল গ্রামের আরডিআরএসের অফিস সংলগ্ন এলাকা থেকে রোববার তাকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত অপহরণকারী রানা মিয়ার বাড়ি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মো. শাহিন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের ছপের আলীর ছেলে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র জয়নাল আবেদীন জাহিনকে (৭) গত ১ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের রাস্তা থেকে অপহরণ করে। একই গ্রামের রানা, রফিকুল, বেলাল, মনির ও ইউসুব জাহিনকে অপহরণের পর অজ্ঞাত জায়গায় আটক করে রাখে। পরদিন ছপের আলী বাদী হয়ে ওই পাঁচজনসহ অজ্ঞাত পরিচয় আরও ৩-৪ জনকে আসামিকে করে গোবিন্দগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন।

এরপর  গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তালুককানুপুর ইউনিয়নের সৌন্দইল গ্রামের আরডিআরএসের অফিসের সামন থেকে অপহৃত জয়নাল আবেদীন জাহিনকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী চক্রের রানা মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জাগো নিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রানা মিয়াকে দুপুরের পর আদালতে পাঠানো হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত অন্যদেরকেও গ্রেফতার করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

অমিত দাশ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।