আফগানদের লজ্জায় ডুবিয়ে জয় পেলো জিম্বাবুয়ে
অবশেষে শারজায় চলমান সিরিজের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলো জিম্বাবুয়ে। আফগানিস্তানকে ১১৭ রানের পরাজয় উপহার দেওয়ার সাথে ৫৮ রানে গুটিয়ে দেওয়ার লজ্জায়ও ডোবায় তারা। এ হারের পরও পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকল আফগানিস্তান।
জিম্বাবুয়ে তৃতীয় ওয়ানডেতেও সুবিধাজনক শুরু করতে পারেনি। শনিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে একসময় ৪৯ রানে তুলতেই ৭ জিম্বাবুইয়ান ব্যাটসম্যান সাজঘরে ফিরেছিলেন। পিটার মুর ও চামু চিবাবাকে শূন্য রানে হারিয়ে শুরু করেছিল জিম্বাবুয়ে। এরপর একে একে ফিরে যান রিচমন্ড মুতুম্বামি ১৪, এল্টন চিগুম্বুরা ১, সিকান্দার রাজা ১, ম্যালকম ওয়ালার ৮, লুক জঙ্গে শূন্য রানে।
কিন্তু এসময় প্রথমে একপাশ আগলে রেখে পরে ক্রেমারকে নিয়ে ১০৪ রান যোগ করেন মাসাকাদজা। অষ্টম উইকেটের এই জুটির পর ক্রেমারই প্রথম সাজঘরে হাঁটা দেন। তিনটি করে চার-ছয়ে ৫৮ রানে ফিরেছেন তিনি। আর শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৬ চার ও ৩ ছয়ে ৮৩ রানের ঝলমলে একটি ইনিংস খেলেছেন মাসাকাদজা। আফগানিস্তানের হয়ে মিরওয়াইস আশরাফ ৩টি ও আমির হামজা-দৌলত জাদরান ২টি করে উইকেট নিয়েছেন।
লক্ষ্য তাড়া করতে নেমে আফগানরা পেসার লুক জঙ্গে, টেন্ডাই চিসোরো ও নেভিল মাডজিভার বোলিং তোপে পড়ে। নিজেদের ইনিংসের শুরুর মত মাডজিভাও প্রথম ওভারেই কোন রান ওঠার আগে ২ আফগানকে সাজঘরে পাঠান। চিসোরোও নিয়েছেন দুই উইকেট। তবে আফগানদের সর্বনাশ করেছেন জঙ্গে। মাত্র ৫.১ ওভারের এক স্পেলে ৬ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।
আফগানিস্তানের হয়ে দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন মাত্র একজন ব্যাটসম্যান। উদ্বোধনী মোহাম্মদ শাহজাদ ২২ বলে ৩১ রানের ইনিংসটি খেলে তাদের আরো বড় লজ্জার হাত থেকে বাঁচান। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৭ রান এসেছে বোলার দৌলত জাদরানের ব্যাট থেকে।
এমআর/এমএস