আজকের জোকস : ০৩ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ০৪:০১ এএম, ০৩ জানুয়ারি ২০১৬

শিলাবৃষ্টিতে নিজের গাড়িটার রফাদফা অবস্থা। জায়গায় জায়গায় ট্যাপ খেয়ে পুরোপুরি ঝাঁঝরা! ঠেলে ঠেলে বিধ্বস্ত গাড়িটাকে মেকানিকের কাছে নিয়ে গেছে সেলিম। কিন্তু সবকিছু ঠিকঠাক করতে বেশ বড় একটা টাকার মামলা। পকেটে অত টাকাও নেই। অগত্যা বাড়িমুখো হয় সেলিম।

বাড়ি গিয়ে একটা লম্বা পাইপ গাড়িটার তেল ভরানোর গর্তে ঢুকিয়ে ফুঁ দিতে শুরু করল। উদ্দেশ্য বাতাস দিয়ে গাড়িটার ট্যাপগুলো যদি ঠিক করা যায়। ঘণ্টাখানেক ফুঁ দিয়ে ক্লান্ত সেলিম। ঠিক সে সময় সুজন এসে হাজির। সব দেখে সে বলল-
সুজন : আরে বোকা, তুই যে বাতাস দিচ্ছিস, তা সবই তো বেরিয়ে যাচ্ছে!
সেলিম : কেমন করে?
সুজন : কেমন করে আবার, তোর গাড়ির সব কটা জানালাই তো খোলা!

****

সৌরভ একটা পেট্রলপাম্প খুলে বিশাল লোকসানে পড়েছে। মিথুন এসে জিজ্ঞেস করল-
মিথুন : কিসের ব্যবসায় নেমেছিলি?
সৌরভ : আর বলিস না, পেট্রলপাম্প খুলেছিলাম একটা। একটা দিনও গাড়ি নিয়ে এল না কেউ!
মিথুন : কেন এল না?
সৌরভ : এই যে দালানটা দেখছিস, এটার দোতলায় দিয়েছিলাম পাম্পটা। মনে হয়, আরো ওপরে গেলে ভালো করতাম।

****

মনি ও শিমুল গিয়েছে মিশরে। মমি দেখে খুবই অবাক তারা-
মনি : আরে, দেখেছিস কত্তো ব্যান্ডেজ! আমি নিশ্চিত, এই মানুষটা ট্রাকের নিচে পড়েছিল।
শিমুল : আমারও তাই মনে হয়। দেখছিস না পাশে ট্রাকের নম্বরটাও আছে- বিসি ১৭৬০!

****

টিটু পুলিশের কাছে গিয়ে নালিশ করল-
টিটু : স্যার, কাল রাতে টেলিভিশনটা ছাড়া আমার বাসার সবকিছু চুরি হয়ে গেছে।
পুলিশ : তা চোর মহাশয় সব নিল কিন্তু টেলিভিশনটা নিল না কেন?
টিটু : ওটা আর চুরি করবে কীভাবে বলেন, আমি তো তখন বসে বসে টেলিভিশনে অনুষ্ঠান দেখছিলাম!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।