স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ২ বখাটের জেল
লালমনিরহাটের আদিতমারীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দুই বখাটে যুবককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে এ রায় দেন ভ্রাম্যমণ আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম।
সাজাপ্রাপ্তরা হলেন, আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত বড়াইবাড়ি গ্রামের খগেন্দ্র নাথের ছেলে বিপুল চন্দ্র (২১) ও একই গ্রামের অনীল চন্দ্রের ছেলে পলাশ চন্দ্রকে (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, আদিতমারী কান্তেশ্বর বর্ম্মন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ভাদাই ছোটপাড়া এলাকায় ওই স্কুলছাত্রীকে আটক করে শ্লীলতাহানীর চেষ্টা করে বখাটেরা। এক পর্যায়ে ওই ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে ছাত্রীকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা বখাটেদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
দুই বখাটেদের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত বিপুল চন্দ্রকে ছয় মাসের ও পলাশ চন্দ্রকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
আদিতমারী থানা পুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সাজাপ্রাপ্তদের রাতেই লালমনিরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে।
রবিউল হাসান/এমজেড/এমএস