আসুস এন সিরিজ`র নতুন ল্যাপটপ


প্রকাশিত: ১০:৪৬ পিএম, ০২ জানুয়ারি ২০১৬

আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এল এন সিরিজের নতুন মাল্টিমিডিয়া ল্যাপটপ এন৫৫১ভিডাব্লিউ। এতে রয়েছে অবিশ্বাস্য মাল্টিমিডিয়ার ব্যাং ও উলফ্সেন প্রযুক্তি এবং ১৫ দশমিক ৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। আবার বাধাহীন শক্তির জন্য রয়েছে ২দশমিক ৬০ গিগাহার্জ গতি সম্পন্ন ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই-৭ প্রসেসর।

ল্যাপটপটিতে রয়েছে ১ টেরাবাইট SATA হার্ডডিস্ক, ৮ জিবি ডিডিআর৪ এসডি র‌্যাম, ৪ জিবি এনভিডিয়া জিফোর্স ৯৬০ এম ভিডিও গ্রাফিক্স যা ব্যবহারকারীকে দেয় অসাধারণ গেমিং এবং মাল্টিমিডিয়ার সব উপকরণ। ব্যবহারকারীর প্রয়োজনানুসারে এন সিরিজের ল্যাপটপের রয়েছে মাল্টিটাস্কিং ক্ষমতা।

নেটোয়ার্কিংয়ের জন্য রয়েছে ওয়াইফাই, ল্যান জ্যাক , এইচডি ওয়েব ক্যাম । ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সমৃদ্ধ এবং ২ বছর ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৭ হাজার টাকা।

আরএম/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।