চট্টগ্রামে ফের কনটেইনারে মিললো সিগারেটের জাল স্ট্যাম্প

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২২ ডিসেম্বর ২০২১

চট্টগ্রাম বন্দরে কাগজ আনার একটি কনটেইনার তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেটের জাল স্ট্যাম্প (ব্যান্ড রোল) জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।

বুধবার (২২ ডিসেম্বর) বন্দর ইয়ার্ড থেকে এসব জাল স্ট্যাম্প জব্দ করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, চীন থেকে চট্টগ্রামের জুবলী রোডের ‘আরাফাত এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান কাগজ আমদানি করে। চালানটি খালাসের জন্য ইউনিয়ন ব্যাংক জুবলী রোড শাখা থেকে এলসি ইস্যু করা হয়। কিন্তু চালানটিতে কাগজের ঘোষণায় জাল স্ট্যাম্প আনা হচ্ছে— আগে থেকে এমন তথ্য ছিল কাস্টমস কর্মকর্তাদের কাছে। তাই কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) টিম জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে পণ্য চালানের বিল লক করে দেয়, যাতে কেউ খালাস নিতে না পারে। এরপর বুধবার বন্দর ইয়ার্ডে চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করে এআইআর টিম। এতে দেখা যায়, কনটেইনারে থাকা ১২ টি প্যালেটের মধ্যে চারটিতে মোট ১২০ কার্টন সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী হালকা সবুজ ও খয়েরি রঙের জাল স্ট্যাম্প রয়েছে। এছাড়া বাকি প্যালেটগুলোতে এক হাজার ১৪০ কার্টন কাগজ পাওয়া যায়। যার মোট ওজন ১৪ হাজার ৩৮০ কেজি।

চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেনশন) সালাহউদ্দিন রিজভী জাগো নিউজকে বলেন, ‘চালানটিতে থাকা জাল স্ট্যাম্প এক কোটি ৬২ লাখ সিগারেটের প্যাকেটে ব্যবহার করা যেতো। যার মাধ্যমে সরকার হারাতো প্রায় শত কোটি টাকার রাজস্ব।’

তিনি আরও বলেন, ‘নিয়মানুযায়ী স্ট্যাম্প বা ব্যান্ডরোল দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন অব বাংলাদেশ থেকে সংগ্রহ করতে হয়। এ জাতীয় পণ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান থেকে কেনা অথবা বিদেশ থেকে আমদানি করার কোনো সুযোগ নেই। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এর আগে গত ১৪ ডিসেম্বর একই কায়দায় কাগজের একটি কনটেইনার থেকে তিন কোটি ১৯ লাখ ৮০ হাজার পিস নিম্নস্তরের ১০ শলাকাবিশিষ্ট সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী হালকা খয়েরি রঙের জাল স্ট্যাম্প জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। চট্টগ্রামের আন্দরকিল্লার আমদানিকারক প্রতিষ্ঠান বাপ্পু এন্টারপ্রাইজ চীন থেকে কাগজের ঘোষণায় চালানটি আমদানি করেছিল।

মিজানুর রহমান/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।