ক্যারিবিয়ানদের আত্মবিশ্বাস ফেরাতে লয়েডের টোটকা


প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০২ জানুয়ারি ২০১৬

অস্ট্রেলিয়া সফরে একের পর এক ম্যাচ হেরে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। শুধু হারই নয়, রীতিমত লজ্জা জন্ম দিচ্ছে তারা। টেস্টে ক্যারিবীয়দের চরম দুরবস্থা নিয়ে মুখ খুললেন সাবেক দুই গ্রেট, দুই টেস্ট ক্যাপ্টেন। একজন ওয়েস্ট ইন্ডিজেরই ক্লাইভ লয়েড। অন্যজন ইংল্যান্ডের কেভিন পিটারসেন।

তবে দু’জন টেস্টে ক্যারিবিয়ানদের ঐতিহ্য ফেরাতে দু’রকম পথের সন্ধান দিয়েছেন। লয়েডের অসন্তোষ, টেস্টের আগে প্রস্তুতির জন্য খেলা ট্যুর ম্যাচ নিয়ে। আর কেপি চাইছেন, টেস্ট ম্যাচের ফি আরও বাড়িয়ে দেওয়া উচিত।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শুরুর আগে একটা চার দিনের ম্যাচ খেলেছিল তরুণ ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে। আর মেলবোর্নে দ্বিতীয় টেস্টের আগে একটা দু’দিনের ম্যাচ খেলেছিল তারা। লয়েডের মন্তব্য, ‘যদি একটা দল অন্য দেশে খেলতে আসে, তাহলে যথেষ্ট ওয়ার্মআপ ম্যাচ খেলা উচিত। আমরা ১২ হাজার মাইল ভ্রমণ করলাম। তারপর জেটল্যাগ, উষ্ণতা, মাঠের কন্ডিশন তার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারেনি টিম।’

লয়েড আরও বলেন, ‘মেলবোর্নে দেখা গেল, ব্যাটসম্যানরা অনেকটা মানিয়ে নিতে পেরেছে ওই উইকেটে। দু’টো চার দিনের ম্যাচ খেললে হয়তো ভালো হত।’ ভালো প্লেয়ারদের শুধু ওয়ানডে দলে খেলা নিয়ে লয়েডের মত, ‘আমাদের একটা ভালো টেস্ট টিম তৈরি করতে গেলে অনেক সময় লাগবে। প্রায় ১০ জনের মতো ক্রিকেটার ওয়ানডে টিমে খেলে। আমাদের একটা ভালো টেস্ট টিম তৈরির চেষ্টা করতে হবে।’ কেপি আবার বলেছেন, ‘আইসিসির উচিত এটা নিশ্চিত করা, যে ভালো ক্রিকেটাররা টেস্ট ম্যাচটাই খেলুক। আইসিসিই বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে৷ তাদেরই উচিত- ক্রিস গেইল, ড্যারেন স্যামি, কিয়েরন পোলার্ড, ডোয়াইন ব্র্যাভোদের টেস্ট ম্যাচে খেলানোর কথা বলা। টেস্ট প্লেয়ারদের আরও বেশি ফি পাওয়া উচিত।’ কেপি আরও জুড়েছেন, ‘বিগ ব্যাশে দেখলাম, আন্দ্রে রাসেল ১৫০ কিলোমিটারে বল করছে, লম্বা-লম্বা ছক্কা মারছে। এগুলো তো ওর টেস্টে করার কথা।’

পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।