সাদুল্যাপুরে কালী মন্দিরে আগুনের ঘটনায় মামলা
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ছোট দৌলতপুর গ্রামে কালী মন্দির ও খড়ের স্তুপে অগ্নি সংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ছোট দৌলতপুর গ্রামের বাসিন্দা সুধীন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে শনিবার এ মামলা দায়ের করেন।
এর আগে শুক্রবার রাতে কালী মন্দির ও খড়ের স্তুপে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এতে মন্দিরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ায় প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি হয়।
মামলার বাদী সুধীন চন্দ্র শীল অভিযোগে উল্লেখ করেন, একই গ্রামের দেলওয়ার হোসেন কিছুদিন ধরে তার কাছে তিন লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা না পেয়ে ১ জানুয়ারি সকালে তাকে রাস্তা থেকে ধরে নিয়ে যায় দেলওয়ার হোসেন ও তার সহযোগীরা। সেখানে তাকে মারপিট করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টা করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি উদ্ধার হন। এরপর শনিবার রাতে তার বাড়ি সংলগ্ন কালী মন্দির ও খড়ের স্তুপে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
সাদুল্যাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী জানান, তারা ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের ফলে গোটা কালী মন্দির এবং একটি খড়ের স্তুপ পুড়ে গেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মন্দিরে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সুধীন চন্দ্র শীলের সঙ্গে দেলওয়ার হোসেনের ৫৪ শতক জমি নিয়ে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
অমিত দাশ/এআরএ/পিআর