শুধু আইন করে নারী-পুরুষ সমতা আনা যাবে না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২২ ডিসেম্বর ২০২১
বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক

সমাজে নারী-পুরুষ সমতা আনতে বর্তমান সরকার অনেক আইন করেছে। কিন্তু শুধু আইন করে সব সমস্যা সমাধান হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, আইন করে নারী-পুরুষে সমতা আসবে এমনটা কিন্তু নয়। তার জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। সবাইকেই এ নিয়ে কাজ করতে হবে।

বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আয়োজিত ‘সিক্সটিন ডেজ অব অ্যাক্টিভিজম এগেইনস্ট জেন্ডার বেইজড ভায়োলেন্স’ বিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘সবাই মিলে সবার ঢাকা, নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, নারী-পুরুষ কোনো ভেদাভেদ নাই। আমরা চাই সমাজে সবার অধিকার নিশ্চিত হোক, সমতা আসুক। সারা বিশ্বের মতোই বাংলাদেশেও নারী নির্যাতন আগে ছিল। সেটা বন্ধ করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আইন করেছেন। নারী-শিশু নির্যাতন দমন আইন, আইনগত সহায়তা প্রদান আইন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন করা হয়েছে। এসব আইন করা হয়েছে নারীদের সুরক্ষার জন্য। আইন থাকবে, কিন্তু সামাজিক সমতা না আনলে কিন্তু আমরা সে আইন বাস্তবায়ন করতে পারবো না।

তিনি বলেন, নারী মানেই কিন্তু মা। বোন, বন্ধু, কিংবা যাই হোন- নারী মানেই কিন্তু মা। স্বাধীনতার আগ থেকেই বঙ্গবন্ধু নারীদেরকে তার যথাস্থানে বসানোর চেষ্টা করেছিলেন। তিনি একজন নারীকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্বও দিয়েছেন। তিনি মনে করতেন, নারীদের যদি সামনে না আনা যায়, তাহলে সোনার বাংলাও হবে না৷ বাংলাদেশ স্বাধীনও হবে না। আজকে তারই কন্যা শেখ হাসিনা নারীদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। ফলে নারীরা এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাহিদ ইজাহার খান। এছাড়াও ঢাকা উত্তর সিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআইএস/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।