বিএনপির জনসভা : যাচাই-বাছাইয়ের পর ডিএমপির সিদ্ধান্ত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৫ জানুয়ারি বিএনপির সমাবেশের বিষয়ে যাই-বাছাই পর অনুমতির দেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার। শনিবার সন্ধ্যায় জাগো নিউজকে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘সমাবেশের বিষয়ে বিএনপির আবেদনপত্র হাতে পেয়ে যাচাই-বাছাই সাপেক্ষে অনুমতির সিদ্ধান্ত নেয়া হবে। সিদ্ধান্তের বিষয়টি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।’
এর আগে শনিবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল অনুমতি চাইতে ডিএমপি হেড কোয়ার্টার্সে যায়। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, প্রকাশনা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন। তবে তাদের অনুমতির বিষয়টি এখনো বিবেচনাধীন রয়েছে বলে জানান মারুফ হোসেন।
এদিকে, বিএনপির সমাবেশের দিনই রাজধানীসহ সারাদেশে আনন্দ মিছিলের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায় বিএনপি।
এআর/এসকেডি/পিআর