লঞ্চের নারী শৌচাগারে ভিডিও ধারণ, ৯৯৯ ফোনে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২১

পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-১৪ নামে একটি লঞ্চের নারী শৌচাগারে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম মেহেদী হাসান রিয়াদ (২৭)।

সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার ভোর সোয়া ৫টায় একজন নারী কলার পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-১৪ লঞ্চ থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি ঢাকার একটি সরকারি মহিলা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। প্রাকৃতিক প্রয়োজনে লঞ্চের শৌচাগারে গেলে শৌচাগারের ভেন্টিলেটর দিয়ে এক লোক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছিলেন। তিনি বিষয়টি টের পেয়ে তাড়াতাড়ি বের হয়ে আসেন।

এরপর ভুক্তভোগী কলার এবং তার ছোট ভাই মিলে লোকটিকে আটক করেন এবং অন্য যাত্রীদের সহায়তায় লঞ্চের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের কাছে হস্তান্তর করেন। কলার জানান, ঘণ্টাখানেকের মধ্যে লঞ্চটি সদরঘাট পৌঁছে যাবে, তিনি ৯৯৯ এর কাছে আইনি সহায়তা কামনা করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি সদরঘাটের নৌপুলিশ ফাঁড়িতে জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। খবর পেয়ে সদরঘাট নৌপুলিশ ফাঁড়ির একটি দল ঘাটে লঞ্চটি ভিড়লে ভিডিও ধারণের অভিযোগে মেহেদী হাসান রিয়াদ নামে ওই যুবককে আটক করে।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

টিটি/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।