`আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই`
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব খোন্দকার আসাদুজ্জামান বলেছেন, ভালো বই মানুষের জ্ঞানের চোখ খুলে দেয়। আলোকিত মানুষ হতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই।
শনিবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষকদের ২০১৫-২০১৬ বছরের ডিপিএড কোর্সের সমাপনী ও নতুন কোর্স উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের চারপাশের মানুষ যদি ভালো পাঠক হয়ে উঠতে পারে তাহলে বাড়বে ভালো মানুষের সংখ্যা। আর তখন সমাজের অনাচার কমতে থাকবে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে কিশোরগঞ্জ কালেক্টরেটের স্থানীয় সরকার বিভাগের পরিচালক এমদাদ হোসেন চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম মওলা, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের কো-অর্ডিনেটর মো. উজ্জ্বল হোসেন ও পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।
নূর মোহাম্মদ/এসএস/এমএস