পৌর নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ : বদিউল আলম


প্রকাশিত: ০৮:৩৭ এএম, ০২ জানুয়ারি ২০১৬

সম্প্রতি শেষ হওয়া পৌর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ আখ্যায়িত করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত নির্বাচনগুলোতে যে মানদণ্ড স্থাপিত হয়েছে সেটা এই পৌর নির্বাচনে কোনভাবেই পূরণ হয়নি। তবে ২০১৪ সালের উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশনের নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ভালো নির্বাচন হয়েছে। কিন্তু এরপরও পৌর নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ।

শনিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলে ‘২০১৬ সাল : নাগরিক প্রত্যাশা ও ভাবনা শীর্ষক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে আইনের শাসন আর মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন,  আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনের দিকে যাওয়ার দৃঢ় পদক্ষেপ নিচ্ছি কিন্তু একই সঙ্গে কিছু প্রতিষ্ঠান আমাদের পিছনের দিকে টেনে নিচ্ছে। যার কারণে আমাদের অগ্রযাত্রা টেকসই হবে কিনা, আমরা একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হই কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার সময় যেসব ওয়াদা করেন তা বাস্তবায়ন করার ব্যাপারে নাগরিক সমাজকে আরও উদ্যোগী হওয়ারও পরামর্শ দেন তিনি।

সুজনের রংপুর মহানগর সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সুজনের রংপুর জেলা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, শিক্ষাবিদ অধ্যাপক মোজাম্মেল হক, নারী নেত্রী ইরা হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জিতু কবীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।