অবশেষে কলকাতায় মুক্তি পাচ্ছে ঢাকার চলচ্চিত্র

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৫ এএম, ০২ জানুয়ারি ২০১৬

কলকাতা ও ঢাকার ছবি একে অন্যের দেশের সিনেমা হলে প্রদর্শনের জন্য চেষ্টা চলছে বিগত কয়েক বছর ধরেই। হয়েছে বেশ কিছু আলোচনা ও গোল টেবিল বৈঠক। সেগুলো আলোচিত হয়েছে, সমালোচিতও হয়েছে।

তবে হল মালিকদের টিকে থাকার স্বার্থে বিষয়টির প্রতি বরাবরই নমনীয় ছিলো সরকারের মনোভাব। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বহুবার বহু আলাপচারিতায় বলেছেন, ‘একটি নির্দিষ্ট পথ অবলম্বন করে সকল স্বার্থ সমুন্নত রেখে দুই দেশের মধ্যে ছবির আদান প্রদান করতে হবে। আর সেই পথ বের করতে দুই দেশের সিনেমাওয়ালাদেরই।’

অবশেষে বুঝি সেই পথের দেখা পেল ঢালিউড ও টালিগঞ্জের ইন্ডাস্ট্রি। সম্প্রতি পশ্চিম বাংলায় প্রদর্শনের জন্য ভারতে সেন্সর ছাড়পত্র পেয়েছে বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’। আগামী বছরের ফেব্রুয়ারিতে কলকাতায় মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত আরিফিন শুভ ও মম জুটির ব্যবসা সফল এই ছবিটি। কলকাতা, আসাম ও ত্রিপুরার প্রায় ৩০টির মত প্রেক্ষাগৃহে চলবে এটি।

তার বিনিময়ে ঢাকায় প্রদর্শিত হবে কলকাতার আলোচিত এবং ব্যবসা সফল চলচ্চিত্র ‘বেলাশেষে’। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যৌথ প্রযোজনার ছবিটি বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রায় ৩০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Belasheshe
এছাড়াও দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘নাটকের মতো’ সিনেমাটিও বাংলাদেশে মুক্তি প্রায় চূড়ান্ত। বিনিময়ে ঢাকার অন্য কোনো হিট ছবি দেখার সুযোগ পাবেন কলকাতার দর্শকরা।

এদিকে চলচ্চিত্রের এই বাণিজ্য প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলমান থাকেলে যৌথ প্রযোজনার নামে প্রতারণার যে হৈ হুল্লা চলছে সেটি শক্ত হাতে দমন হবে বলে মত প্রকাশ করেছেন দুই দেশেরই চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার পণ্য আমদানি-রফতানি চুক্তি-২০১২ ‘সাফটা`র আওতায় বাংলাদেশ-ভারতের মধ্যে চলচ্চিত্রের এই আমদানি-রফতানি সম্পন্ন হচ্ছে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।